এক আইনজীবীকে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার একজন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের অপসারণ চেয়ে আদালতে বিক্ষোভ করছেন আইনজীবীরা। বিক্ষুব্ধ আইনজীবীরা গতকাল বুধবার সকালে মিছিল করে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরসহ কয়েকজন বিচারকের এজলাসে ঢুকে পড়েন এবং বিচার চেয়ে শ্লোগান দিতে শুরু করেন। এ সময় হৈ চৈয়ের মধ্যে আদালতপাড়ার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিচার কাজ বন্ধ হয়ে যায়। আইনজীবীরা ওই বিচারকের এজলাসে তালা লাগিয়ে দেন এবং পুরানো মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের কলাপসিবল গেইটেও তালা লাগিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদশীরা জানান। খবর বিডিনিউজের।
আইনজীবী মো. মাহবুবুল হক ভূঁইয়া বাবলু বলেন, মঙ্গলবার এজলাসে উঠে বিচারকের আসন গ্রহণ করতে দেরি হওয়ায় প্রতিবাদ করেছিলেন রুবেল আহমেদ ভূইয়া নামের একজন আইনজীবী। এর জেরে ওই আইনজীবীকে দুই ঘণ্টা আটকে রাখেন হাকিম আসাদুজ্জামান নূর। এর প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। পরে ঢাকা বারের কার্যকরী পরিষদের অফিস সেক্রেটারি এইচ এম মাসুমসহ কয়েকজন বিষয়টি সুরাহা করতে মুখ্য মহানগর হাকিম আদালত ভবনে আসেন। আইনজীবী মাসুম বলেন, বিষয়টি নিয়ে তারা বারের সাধারণ সভা আহ্বান করবেন।