সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের বিচারক, তাদের এজলাস ও বাসভবনে নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ৯০ দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সেইসঙ্গে বিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুলও জারি করেছে। একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দীন আহমেদের বেঞ্চ এ আদেশ দেয়। রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মো. ওমর ফারুক, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোকাদ্দাস আহমদ। খবর বিডিনিউজের।
ওমর ফারুক বলেন, জনস্বার্থে রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. মেহেদী হাসান। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহে কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারি করে। পাশাপাশি রেজিস্ট্রার জেনারেলকে কমিটি গঠন করে এ বিষয়ে কী নিরাপত্তা রয়েছে সে ব্যাপারে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলে আদালত নির্দেশ দিয়েছে বলে জানান জানান তিনি।
সমপ্রতি রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার স্কুল পড়ুয়া ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। সেসময় বিচারকের স্ত্রীও আহত হন।












