বিগ ব্যাশে রিশাদের ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:১২ পূর্বাহ্ণ

বিগ ব্যাশে আরো একটি সফল দিন কাটালেন বাংলাদেশের এই লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম ওভারে উইকেটশূন্য থাকলেও পরের তিন ওভারের প্রতিটিতে একটি করে শিকার ধরেন তিনি। তবে বিগ ব্যাশে প্রথমবার এক ম্যাচে তিন উইকেটের স্বাদ পেলেও, রান একটু বেশি দিয়ে ফেলেন রিশাদ। হোবার্ট হারিকেন্সের হয়ে গতকাল শুক্রবার পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন রিশাদ। অস্ট্রেলিয়ার এই টিটোয়েন্টি প্রতিযোগিতায় অভিষেক আসরে আগের তিন ম্যাচ মিলিয়ে রিশাদের উইকেট ছিল ৩টি। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৩৩ রানে ২ উইকেট ছিল তার আগের সেরা বোলিং। পার্থ স্টেডিয়ামে টস জিতে বোলিং নেওয়া হারিকেন্স অধিনায়ক ন্যাথান এলিস পঞ্চম ওভারে আক্রমণে আনেন রিশাদকে। প্রথম তিন বলে আসে দুটি সিঙ্গল। চতুর্থ বল ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কায় ওড়ান ফিন অ্যালেন। শেষ দুই বলে আসে একটি সিঙ্গল। সব মিলিয়ে ওভারে আসে ৯ রান। রিশাদের পরের ওভারে প্রথম বলে আসে এক রান। পরের বলে উইকেটের দেখা পান তিনি। অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারার চেষ্টায় আকাশে তুলে দেন বাঁহাতি ব্যাটসম্যান কুপার কনোলি। সহজ ক্যাচ নেন ক্রিস জর্ডান। পরের তিন বলে আসে ৫ রান। শেষ বলে চার মারেন অ্যালেন। এই ওভারে মোট ১০ রান দেন রিশাদ। ইনিংসের দশম ওভারে বোলিংয়ে ফিরে আবার দ্বিতীয় বলে উইকেট নেন তিনি। লেংথ বল প্যাডল সুইপ খেলার চেষ্টায় শর্ট ফাইন লেগে ধরা পড়েন অ্যারন হার্ডি। এই ওভারে কেবল ৪ রান দিয়ে উইকেটটি নেন রিশাদ। কোটার শেষ ওভারটি করেন তিনি ইনিংসের ষোড়শ ওভারে। এবার প্রথম বলে ২ রানের পর দ্বিতীয়টি লংঅন দিয়ে ছক্কা মারেন লরি ইভান্স। পরের বলেই তাকে ফিরিয়ে প্রতিশোধ নেন রিশাদ। বেরিয়ে এসে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে স্টাম্পড হন ব্যাটসম্যান। এই ওভারে আসে ১০ রান। ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে স্কর্চার্স। হারিকেন্স ৪ উইকেটে জিতে যায় তিন বল বাকি থাকতে।

পূর্ববর্তী নিবন্ধব্যাডমিন্টনে বাংলাদেশের গৌরব-তানভীর জুটি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিনে চারটি খেলার নিষ্পত্তি