অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে রোববার চমৎকার বোলিং করেছেন বাংলাদেশের রিশাদ। মেলবোর্ন রেনিগেডসের বিপক্ষে ৪ ওভারে স্রেফ ২১ রান দেন তিনি, উইকেট নেন একটি। ২৪ বলের মধ্যে ১০টি ডট দেন বাংলাদেশের স্পিনার। হজম করেন দুটি বাউন্ডারি, নিজের প্রথম দুই ওভারে। বিগ ব্যাশে অভিষেক আসরে বল হাতে ভালো করছেন রিশাদ। আগের ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও ওই ম্যাচে ছিলেন কিছুটা খরুচে, ৩ ওভারে দিয়েছিলেন ৩৩ রান। গতকাল প্রথম দুই ওভারে কোনো উইকেট নেই, রান দেন সাত করে। এরপর আরও নিয়ন্ত্রিত বোলিং করলেন রিশাদ হোসেন। ওভারপ্রতি পাঁচের একটু বেশি রান দিয়ে একটি উইকেট পান হোবার্ট হারিকেন্সের এই লেগ স্পিনার। অভিষেক ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে দারুণ ছিলেন রিশাদ। যদিও উইকেট পাননি। তবে ৩ ওভারে স্রেফ ১৮ রান খরচ করেছিলেন তিনি। জিলংয়ে এদিন পাওয়ার প্লেতে আক্রমণে আনা হয় রিশাদকে। পঞ্চম ওভারে বল হাতে নিয়ে স্রেফ ৭ রান দেন তিনি। তার প্রথম তিন বল থেকে আসে তিনটি সিঙ্গল। পঞ্চম বলে জায়গা বানিয়ে এক্সট্রা কাভার ও লং–অফের মাঝ দিয়ে চার মারেন টিম সাইফার্ট। চতুর্থ ও শেষ বলে আসেনি কোনো রান। সপ্তম ওভারে ফের বল হাতে পেয়ে দ্বিতীয় ডেলিভারিতে চার হজম করে বসেন রিশাদ। ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠান মোহাম্মদ রিজওয়ান। ওভারের বাকি পাঁচ বলে স্রেফ ৩ রান দেন তিনি। একাদশ ওভারে বোলিং করতে এসে প্রথম দুই বলে এক রান দেন রিশাদ। এরপর তিনি পড়েন বিস্ফোরক জেইক ফ্রেজার–ম্যাকগার্কের সামনে। কিন্তু রিশাদকে খেলতেই পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। মুখোমুখি প্রথম দুই বল ডট খেলার পর তৃতীয়টিতে নেন সিঙ্গল। ওভারের শেষ বলে আসে আরেকটি সিঙ্গল। ওই ওভারে স্রেফ ৩ রান দেন রিশাদ। নিজের কোটার শেষ ওভারে এসে উইকেটের দেখা পান রিশাদ। চতুর্দশ ওভারের প্রথম দুই বলে দেন ২ রান। দুর্দান্ত এক গুগলিতে পরের বলে ফ্রেজার–ম্যাকগার্কের স্টাম্প ভেঙে দেন তিনি। চতুর্থ বলে ডাবল নেওয়া উইল সাদারল্যান্ড শেষ দুই ডেলিভারিতে রান নিতে পারেননি। রিশাদের মিতব্যয়ী বোলিংয়ের দিনে ৪ ওভারে ১৯ রান খরচায় ৪ শিকার ধরেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। রেনিগেডসের হয়ে এদিন ফিফটি করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩৪ রান করেন সাইফার্ট। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানের পুঁজি গড়তে পারে দলটি। জবাবে রিশাদের দল হোবার্ট হারিকেন্স ১৩.৫ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১৪৯ রান তুলে নেয়। ৩৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় তারা।












