বিগত দিনে জলাবদ্ধতা প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে

টিভি রিপোর্টারদের সেমিনারে মেয়র

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা প্রকল্পসহ নানান কাজে বিগত দিনে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, স্বজনপ্রীতি করে সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট নামমাত্র মূল্যে ভাড়া ও লিজে দিয়ে দেয়া হয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর লালখান বাজারের একটি কনভেনশন হলে চট্টগ্রামে কর্মরত টিভি রিপোর্টার্স আয়োজিত ‘উন্নত চট্টগ্রামের স্বপ্ন পরিকল্পনা থেকে বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন মেয়র।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দারি, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, চ্যানেল ২৪ এর আঞ্চলিক প্রধান কামাল পারভেজ, মিডিয়া পারসোনালিটি ও ট্যাপট্যাপ সেন্ড এর এডভাইজার মাহামুদুল হাসান, এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ, চ্যানেল আই ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, ডিবিসির ব্যুরো প্রধান মাসুদুল হক, ৭১ টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, ফখরুল ইসলাম, হোসাইন জিয়াদসহ চট্টগ্রামে কর্মরত টিভি সাংবাদিকবৃন্দ। এ সময় তারা বন্দর নগরী চট্টগ্রামের নানান নাগরিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগর সরকার ছাড়া কোনো নগরের পরিকল্পিত উন্নয়ন সম্ভব নয়। এছাড়া নগরীতে বিভিন্ন পুকুর ও বেশ কিছু বড় বড় দীঘি ঘিরে ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধনের কাজ করলে পর্যটন স্পট হিসেবে গড়ে উঠবে। এরই লক্ষে নগরীর আসকার দিঘি ও বেলুয়ার দিঘিকে ঘিরে খুব দ্রুতই কাজ শুরু করবে চসিক। তিনি আরো বলেন, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে বাঁচাতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হেফাজতের
পরবর্তী নিবন্ধইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের অভিষেক