বিক্ষোভে নিষেধাজ্ঞা তুলল থাইল্যান্ড

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৯:১৭ পূর্বাহ্ণ

সরকার ও রাজতন্ত্রের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ বন্ধে গত সপ্তাহে দেওয়া জরুরি ডিক্রিটি প্রত্যাহার করে নিয়েছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। ওই ডিক্রিতে জারি করা নিষেধাজ্ঞা দেশটির বাসিন্দাদের ক্ষোভ আরও উসকে দিয়েছিল; রাজধানী ব্যাংককের সড়কগুলোতে টেনে এনেছিল লাখ লাখ মানুষকে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজনৈতিক সমাবেশে পাঁচ জন বা তার বেশি জমায়েত এবং নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন খবর প্রকাশে নিষেধাজ্ঞাসহ যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল, বৃহস্পতিবার রাজকীয় গেজেটে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে রাত ১২টা থেকে সেগুলোর ইতি টানার ঘোষণা দেওয়া হয়েছে।
মারাত্মক পরিস্থিতির ঘোষণা যে কারণে দেওয়া হয়েছিল তা খানিকটা হ্রাস পেয়েছে এবং এমন অবস্থায় পৌঁছেছে যেখানে সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংস্থাগুলো নিয়মিত আইনগুলো কার্যকর করতে পারবে, বলা হয়েছে বিবৃতিতে। খবর বিডিনিউজের।
গত সপ্তাহে নিষেধাজ্ঞা জারির পেছনে রানি সুথিদার গাড়িবহর বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ার ঘটনাটিকে উল্লেখ করা হলেও মূলত কয়েক বছরের মধ্যে রাজা মাহা ভাজিরালংকর্ন ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হওয়া বিক্ষোভ দমাতেই এটি দেওয়া হয়েছিল বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

পূর্ববর্তী নিবন্ধঅক্সফোর্ডের টিকা নিয়ে প্রাণ গেল স্বেচ্ছাসেবকের
পরবর্তী নিবন্ধকরাচিতে আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৫