বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, রাজধানীতে সেনা মোতায়েন

| মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট সদস্যদের বিলাসবহুল সুযোগসুবিধা প্রদানের প্রতিবাদে বিক্ষোভে ছয়জন নিহত হওয়ার পর সোমবার রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে। খবর বাসসের।

এদিন হাজারো মানুষ দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন। জাকার্তা থেকে এএফপি জানায়, সোমবার বিকেলে অন্তত ৩০০ জন বিক্ষোভকারী ন্যাশনাল পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। এ সময় সেনারা টহল দেন। এছাড়া সুমাত্রা দ্বীপের পালেমবাং, বোর্নিও দ্বীপের বানজারমাসিন এবং জাভার ইয়োগ্যাকার্তাতেও হাজারো মানুষ প্রতিবাদে অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া ২০ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফতা কাইসিয়া কামেলিয়া বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো পার্লামেন্টের সংস্কার।

আমরা চাই পার্লামেন্ট আমাদের সঙ্গে সরাসরি কথা বলুক। কারণ পার্লামেন্ট সদস্যরা আমাদের প্রতিনিধি। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, তারা কি দেশে সামরিক আইন জারির অপেক্ষা করছে? গত সপ্তাহে এমপিদের আবাসন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু হয়, যা জাকার্তায় ন্যূনতম মজুরির প্রায় ১০ গুণ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৮.৯২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতীয় পণ্যের উপর শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করবে না আমেরিকা