বিক্ষোভের মুখে ওষুধ ও খাদ্য আমদানির শুল্ক তুলে নিল কিউবা

| শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

সরকারবিরোধী বিক্ষোভের মুখে খাদ্য ও ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির শুল্ক সাময়িকভাবে প্রত্যাহার করেছে কিউবা। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। খবর বিডিনিউজের।
বছরের শেষ পর্যন্ত তা বহাল থাকবে। প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ বুধবার এক বৈঠকে এই ঘোষণা দিয়ে বলেন, এটা অনেকেরই দাবি ছিল এবং এই সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল।
৩১ ডিসেম্বরের পর সরকার ‘বিষয়টি নতুন করে পর্যালোচনা করবে’ বলেও জানান তিনি। এখন ১০ কেজির বেশি ওষুধ কিউবায় নিতে কর দিতে হয়। তাছাড়া নির্ধারিত পরিমাণ খাদ্য এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নেওয়ার অনুমোদন থাকলেও তার জন্য রাজস্ব শুল্ক দিতে হয়।

পূর্ববর্তী নিবন্ধসাইবেরিয়ায় দাবানল মোকাবেলায় সামরিক বিমান পাঠিয়েছে রাশিয়া
পরবর্তী নিবন্ধজার্মানিতে ভারী বৃষ্টি, বন্যা নিহত ৬, নিখোঁজ ৩০