বিক্ষোভের মাঝেই রাষ্ট্রপতির পালঙ্কে গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

প্রেসিডেন্টের সরকারি বাসভবন, নাকি পর্যটন কেন্দ্র! হঠাৎ দেখলে ভুল হতে পারে। সেখানেই কখনো গাড়ির সামনে দাঁড়িয়ে, কখনো প্রেসিডেন্টের পালঙ্কে, সোফায় বসে, কখনও আবার বাগানে দাঁড়িয়ে কাঁধে ব্যাগ নিয়ে ছবি তুলেছেন শ্রীলঙ্কার এক তরুণী। নেপথ্যে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষজন। ওই তরুণীর সে সব ছবি এখন ভাইরাল।

চরম অর্থনৈতিক সঙ্কটে শ্রীলঙ্কা। প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ। প্রেসিডেন্টের সরকারি ভবনেও ঢুকে পড়েন তারা। বিক্ষোভের মাঝেই সেখানে ঘুরে বেড়ালেন, একের পর এক ছবি তুললেন মধুহংসী হাসিনথারা।

১২ জুলাই ফেসবুকে ২৬টি ছবি পোস্ট করেছেন কলম্বোর বাসিন্দা মধুহংসী। সঙ্গে লিখেছেন, কলম্বোয় রাষ্ট্রপতির বাসভবনে। নেটিজেনরা যদিও বিষয়টি ভাল চোখে দেখেননি। এক জন লিখেছেন, আপনি নিজের দেশকেই ঠাট্টা করছেন। অন্য এক জন লিখেছেন, শ্রীলঙ্কার নতুন পর্যটনস্থল। তবে মধুহংসী একা নন। ছবিতে দেখা গিয়েছে, আরও অনেকেই বিদ্রোহ অধ্যুষিত প্রেসিডেন্ট ভবনে বেড়াতে এসেছেন। ছবি তুলছেন। কারও আবার সঙ্গে রয়েছে বাচ্চা। এর আগে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে সুইমিং পুলে নেমে পড়েছেন বিক্ষব্ধরা। কেউ আবার প্রেসিডেন্টের পালঙ্কে শুয়ে রয়েছেন। এক দল আবার রান্নাঘরে ঢুকে রান্নাও করেছেন।

পূর্ববর্তী নিবন্ধস্পেনে তাপপ্রবাহে আরও ৮৪ জনের মৃত্যু!
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রও ভুল করেছে, বাইডেনকে পাল্টা জবাব সৌদি যুবরাজের