বিকেএসপির প্রাথমিক বাছাইয়ে হকি কেন্দ্রের পাঁচ খেলোয়াড় নির্বাচিত

| মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র চট্টগ্রামের পাঁচজন হকি খেলোয়াড় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের(বিকেএসপি) ২০২৫ শিক্ষা বর্ষে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হয়েছে। খেলোয়াড়রা হলেন যথাক্রমে সরওয়ার হোসেন রাহাদ, সুবিত্ব পাল, আদিত্য তালুকদার, সত্যজিৎ দাশ এবং ঋষি দাশ। বিকেএসপি,ঢাকায় আজ ৭ জানুয়ারি থেকে সাতদিন ব্যাপী চূড়ান্ত বাছাইয়ে তারা অংশগ্রহন করবে। হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা ও চিফ্‌ কোচ মহসিনুল হকি চৌধুরী, চট্টগ্রামের ক্রীড়ামোদী মহলের কাছে ক্ষুদে হকি খেলোয়াড়দের সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসমাজসেবায় হাত প্রসারিত করে মানুষের মুখে হাসি ফোটান
পরবর্তী নিবন্ধফর্মে ফিরেও আক্ষেপ বাবরের