বিকেএসপিতে সুযোগ পেল সিসিএ ক্রিকেটার অস্ট্রিন চক্রবর্তী

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) শিক্ষার্থী অস্ট্রিন চক্রবর্তী বিকেএসপির চলতি শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছে। আগামী ২৪ জানুয়ারি সে বিকেএসপির উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবে। বিকেএসপিতে ভর্তির সুযোগ লাভ করায় তাকে সিসিএর পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন সিসিএ সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল আলম পাটোয়ারি। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিসিএ প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ্‌ চৌধুরী, সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দন, কোচ ফয়েজ উল্লাহ্‌ সুমন, নির্বাহী সদস্য টিটু চক্রবর্তী, সাথী চক্রবর্তী প্রমুখ। এ সময় সিসিএ’র পক্ষ থেকে অস্ট্রিনের উজ্জল ভবিষ্যৎ কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঝিওরী প্রিমিয়ার লিগ নাইট শর্টপিচ ক্রিকেটের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ