বিকৃত মানসিকতার এক বাবা গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বাসা বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে জাফর আলম নামের ওই সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার জাফর আলমের প্রকৃত বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

ধর্ষণের শিকার কিশোরীর মা পুলিশকে জানায়, চার বছর আগে প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর দ্বিতীয় স্বামী জাফর আলমের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে চকরিয়া পৌরসভার সবুজবাগে ভাড়া বাসা নিয়ে সংসার পাতেন তারা। তাদের সঙ্গে এ বাসায় প্রথম স্বামীর পক্ষের মেয়েও থাকে। বিভিন্ন কাজে বাসা থেকে বের হলে আমার অনুপস্থিতির সুযোগে জাফর মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে। সর্বশেষ গত শনিবার দিনের বেলা একটা জরুরি কাজে আমি বাসা থেকে বের হই। এই সুযোগে আগের মতো স্বামী জাফর আলম কন্যাকে ধর্ষণ করে। বাসায় ফেরার পর মেয়ে আমাকে এই ঘটনা খুলে বললে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করাই। পরীক্ষায় ধর্ষণের আলামতও পাওয়া যায়। এরপর থেকে জাফর পালিয়ে গা ঢাকা দেয়। তবে সোমবার তাকে কৌশলে বাসায় এনে পুলিশকে খবর দিই। পুলিশ বাসায় এসে জাফরকে ধরে থানায় নিয়ে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, সৎ বাবা কর্তৃক কিশোরী কন্যাকে ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়ে বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজীববৈচিত্র্যের ক্ষতিরোধ ও স্থলজ বাস্তুতন্ত্রের সুরক্ষা জরুরি
পরবর্তী নিবন্ধপলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক সভা