নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় অভিযান চালিয়ে বিকাশ নাম্বার হ্যাক করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তির নাম সোহেল রানা (২৪)। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার আজাদীকে জানান, মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার অভিযোগে গত ১৫ মার্চ রাত এগারটার দিকে নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড পকেট গেইট, খালপাড়া মা-বাবার দোয়া স্টোরে অভিযান চালিয়ে সোহেল রানাকে (২৪) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে বিকাশ একাউন্ট হ্যাক করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করে। তার প্রতারণার কৌশল প্রসঙ্গে সে জানায়, বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানে অবস্থান করে ক্যাশ ইন/ক্যাশ আউট করতে আসা গ্রাহকের মোবাইল নম্বরের ছবি তুলে সে তার মোবাইলের মাধ্যমে। সেই নম্বরটি বিভিন্ন এ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দেয় চক্রের অন্য সদস্যদের কাছে। পরবর্তীতে প্রতারক চক্রটি সুকৌশলে বিভিন্ন বিকাশ গ্রাহকের নম্বরে কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করে বিকাশ একাউন্ট আপডেট করার নাম করে, কখনো আবার বিকাশ একাউন্ট ব্লক করা হয়েছে মর্মে মিথ্যা তথ্য দিয়ে গ্রাহকের বিকাশ পিন নম্বর সংগ্রহ করে টাকা তুলে।