বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ডিলারের আড়াই লাখ টাকা ছিনতাই

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৩:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গুয়াপঞ্চক এলাকার রাজছিলা ফকিরের মাজারের পূর্ব পাশে আনোয়ারা–চট্টগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যক্তি হলেন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আমির হোসেনের পুত্র মো. জামশেদ হোসেন (২৫)। তিনি ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কর্ণফুলী উপজেলার একজন অনুমোদিত ডিলার।

এজাহার সূত্রে জানা যায়, সাপ্তাহিক ব্যাংক বন্ধের দিনে তিনি নিয়মিতভাবে নগদ টাকা আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারস্থ বিকাশ মূল এজেন্টের অফিসে জমা দেন। ঘটনার দিনও তিনি মোটরসাইকেলযোগে চাতরী চৌমুহনীর উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় পৌঁছালে তিনজন মুখোশধারী অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে।

হঠাৎ ব্রেক কষে তিনি রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাঁধে থাকা ২ লাখ ৫০ হাজার টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং তাকে কিল, ঘুষি ও লাথি মারে। পরে তারা জামশেদের ব্যবহৃত হোন্ডা এক্স-ব্লেড মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং নিজেদের কালো রঙের একটি পালসার মোটরসাইকেলে করে চাতরী চৌমুহনীর দিকে পালিয়ে যায়।

ভুক্তভোগী জামশেদ হোসেন বলেন, “আমি মোটরসাইকেলযোগে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিলাম। পেছন থেকে তিনজন মুখোশধারী এসে আমার গতিরোধ করে ব্যাগ ছিনিয়ে নেয় ও আমাকে মারধর করে। তারা আমার বাইকের চাবিটিও নিয়ে যায়, যাতে আমি ধাওয়া দিতে না পারি। তাদের বাইকটি দেখলে চিনতে পারবো।”

ঘটনার পর হতভম্ব অবস্থায় তিনি পরিবারের সদস্য, কোম্পানির প্রতিনিধি ও স্থানীয়দের বিষয়টি জানান। পরে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করেছে।

পূর্ববর্তী নিবন্ধছয় মাস পর আবারও উৎপাদনে ফিরল সিইউএফএল
পরবর্তী নিবন্ধপেকুয়ায় খালার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল দুই শিশু