বিকল হয়ে সাগরে ভাসা লাইটারের ১৪ নাবিককে উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

বিকল হয়ে সাগরে ভাসতে থাকা কয়লাবাহী একটি লাইটারেজ জাহাজের ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এমভি মাস্টার সুমন২ নামের একটি লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে ১১০০ টন কয়লা নিয়ে কুমিল্লার দাউদকান্দি যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকলে বিকল হয়ে পড়ে। জাহাজটির ইঞ্জিন কাজ না করায় এটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। বিকল হয়ে যাওয়া লাইটারেজটি ভাসতে ভাসতে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক সাড়ে ৯ নটিক্যাল মাইল উত্তরে নোঙর করে এবং নাবিকেরা সহায়তা চেয়ে ফোন করে। খবর পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহলদল কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করে। গতকাল দুপুরের দিকে ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় জাহাজটিও। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য দেওয়ার পর লাইটারেজ জাহাজের মালিকের সাথে যোগাযোগ করা হয়। পরে জাহাজ ও নাবিকদের হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে মাছ ধরা বন্ধ, ঘাটে ফিরছে জেলেরা
পরবর্তী নিবন্ধব্রিকসের ব্যাংক থেকে ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ