বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে সীতাকুণ্ডে ১৬টি বাছুর বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:২২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে ১৬টি বকনা বাছুর(গরু) বিতরণ করা হয়। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে জেলেদের হাতে গরুর বাছুরগুলো তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহসভাপতি মো. খায়রুল ইসলাম, জেলে প্রতিনিধি বলরাম দাশ প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে বকনা বাছুর (গরু) বিতরণ কার্যক্রম জেলেদের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে কুকুরের কামড়ে আহত ৭
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ৩৯৯তম বোর্ড সভা