বিওএকে বরাদ্দ দেওয়া ৪২ কোটি টাকার হিসাব চেয়েছে সরকার

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও প্রশিক্ষণের জন্য সরকারের কাছ থেকে প্রতিবছরই অর্থ বরাদ্দ পেয়ে থাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সেই অর্থ কিভাবে খরচ হলো তার হিসাব অডিট করে সরকারকে প্রতিবেদন জমা দেওয়া সংস্থাটির জন্য বাধ্যতামূলক। অথচ ২০২০২১ অর্থবছর থেকে পেয়ে আসা বরাদ্দের কোনো অডিট প্রতিবেদন সরকারকে দেয়নি বিওএ। ওই সময় থেকে ২০২৪২৫ অর্থ বছর পর্যন্ত সরকার বিওএকে বরাদ্দ দিয়েছে মোট ৪২ কোটি ৪০ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। সরকার ২০২০২১ অর্থবছরে বিওএকে বরাদ্দ দিয়েছিল ৪ কোটি ৪৫ লাখ টাকা। যার মধ্যে প্রশিক্ষণের জন্য ২ কোটি ২০ লাখ টাকা ও ভ্রমণের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা। ২০২১২২ অর্থ বছরে বরাদ্দ দিয়েছিল ৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৩৭৫ টাকা, যার পুরোটাই ছিল প্রশিক্ষণের জন্য। ২০২২২৩ অর্থ বছরে বরাদ্দ দিয়েছিল ১১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার টাকা, যার মধ্যে প্রশিক্ষণের জন্য ৪ কোটি ১৯ লাখ টাকা ও ভ্রমণের জন্য ৭ কোটি ২১ লাখ টাকা। ২০২৩২৪ অর্থবছরে বরাদ্দ দিয়েছিল ১৬ কোটি ৮৫ লাখ টাকা, যার মধ্যে প্রশিক্ষণের জন্য ৫ কোটি ৬০ লাখ টাকা ও ভ্রমণের জন্য ১১ কোটি ২৫ লাখ টাকা। ২০২৪২৫ অর্থ বছরে বরাদ্দ দিয়েছিল ২ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা, যার মধ্যে প্রশিক্ষণের জন্য ১৩ লাখ ১৬ হাজার টাকা ও ভ্রমণের জন্য ১ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার টাকা।

পাঁচ অর্থবছরের বরাদ্দ দেওয়া অর্থের অডিট জমা না পেয়ে নড়েচড়ে বসেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অডিট প্রতিবেদন জমা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে নির্দেশ দিয়েছে বিওএকে। গত ১৩ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত চিঠিতে বিওএকে ১৫ কার্য দিবসের মধ্যে অডিট প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। ২০০০ সালের ডিসেম্বরে অনুমোদিত বিওএ’র গঠনতন্ত্রের ধারা১১ (সাধারণ পরিষদ) এর ()() এ উল্লেখ আছে, সাধারণ পরিষদে ট্রেজারার বিগত অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করবেন এবং সাধারণ পরিষদ আলোচনা করে অনুমোদন করবে। পাঁচ বছরের আর্থিক প্রতিবেদন সরকারকে প্রেরণ না করেই আগামী ৩০ জুলাই ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে সাধারণ সভা করতে যাচ্ছে বিওএ। ৬টি এজেন্ডা নিয়ে বসতে যাচ্ছে বিওএ’র পঞ্চম সাধারণ পরিষদের সভা। আলোচনার ৫ নম্বরে ২০২৪২৫ অর্থবছরের বাজেট ঘটনাত্তোর অনুমোদনের কথা বলা হয়েছে। অথচ ২০২৪২৫ অর্থবছরে সরকার থেকে ২ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ এনে তার অডিট প্রতিবেদন দেয়নি বিওএ।

আলোচ্যসূচির ৭ নম্বরে আছে বিওএ’র কার্যনির্বাহী কমিটিতে অ্যাথলেট কমিশনের একজন সদস্যকে অন্তর্ভূক্তির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত। বিওএ’র পরবর্তী সাধারণ সভার সময় নির্ধারণের আলোচনা ও সিদ্ধান্তের বিষয়টিও রাখা হয়েছে আলোচ্যসূচিতে।

পূর্ববর্তী নিবন্ধশুটিং কোচ রত্নার পদত্যাগ
পরবর্তী নিবন্ধদেশে প্রথমবার মুক্তি পেল নেপালি সিনেমা