বিএসসি থেকে রেকর্ডপত্র সংগ্রহ দুদকের

চট্টগ্রামে নাবিক সিলেকশনে অনিয়ম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

স্বজনপ্রীতি, নাবিকদের হয়রানি, নাবিক সিলেকশনে অনিয়ম, বৈষম্য সৃষ্টিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) চট্টগ্রামে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চট্টগ্রাম থেকে তাৎক্ষণিক কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএসসির প্রধান কার্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ দৈনিক আজাদীকে অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগকারীদের সাথে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পরে এসব পর্যালোচনা করা হবে। এবং কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা