নিজের টাকায় কেনা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) দ্বিতীয় নতুন জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’ও প্রস্তুত। চীনের শিপইয়ার্ডে নির্মিত জাহাজটি আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর ট্রায়াল রান শুরু করবে। এতে কোনো সমস্যা ধরা না পড়লে বিএসসি জাহাজটি বুঝে নেবে।
২০১৯ সালের ডিসেম্বরে তিনটি জাহাজ কেনার ছয় বছর পর বিএসসি নতুন দুটি জাহাজ কিনল। এর মধ্যে একটি জাহাজ গত মাসে বহরে যুক্ত হয়ে চলাচল শুরু করেছে। অপর জাহাজটিও আগামী বছরের শুরুতে বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্বের বন্দরে বন্দরে পণ্য পরিবহন করবে বলে বিএসসি জানিয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক গতকাল আজাদীকে জানান, আমরা নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কিনেছি। নানাভাবে জাহাজ কেনার অর্থায়নের হিসেব নিকেশ করেছি। দেখলাম, ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখার চেয়ে জাহাজ কেনা ভালো। তাই বিএসসির ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার সিদ্ধান্ত নিই। বোর্ড সভায় অনুমোদনের ছয় মাসের মধ্যে দুটি নতুন জাহাজ বহরে যুক্ত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, দরপত্রে শর্ত দিয়েছিলাম, যারা কার্যাদেশ পাবেন তাদেরকে চুক্তি স্বাক্ষরের ছয় মাসের মধ্যে বিএসসির কাছে জাহাজ হস্তান্তর করতে হবে। অর্থাৎ নির্মিত বা নির্মাণাধীন জাহাজের ব্যাপারে চুক্তি করতে টেন্ডারে এমন একটি শর্ত দিয়েছিলাম। আমাদের শর্তের সুফল পাওয়া গেছে। আমরা ছয় মাসের মধ্যে দুটি বৃহদাকারের নতুন জাহাজ বহরে যুক্ত করতে সক্ষম হচ্ছি।
তিনি বলেন, দুটি জাহাজের মধ্যে ‘এমভি বাংলার প্রগতি’ ইতোমধ্যে আমাদের বহরে যুক্ত হয়েছে। এখন ‘এমভি বাংলার নবযাত্রা’ বহরে যুক্ত হওয়ার অপেক্ষা করছে। চীনের নানইয়াং শিপইয়ার্ডে প্রস্তুত জাহাজটি আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর চীনের সাগরে ট্রায়াল রান সম্পন্ন করবে। ওই সময় জাহাজে শিপইয়ার্ড কোম্পানি এবং বিএসসির বিশেষজ্ঞরা থাকবেন। তারা জাহাজের খুঁটিনাটি বিভিন্ন বিষয় পরীক্ষা করে দেখবেন। এতে কোনো সমস্যা ধরা না পড়লে জাহাজটি বুঝে নেয়া হবে। আর যদি কোনো অবজারভেশন থাকে তাহলে সেগুলো ঠিক করিয়ে জাহাজ বুঝে নেয়া হবে। আগামী বছরের শুরুতে জাহাজটি বহরে যুক্ত হয়ে বিশ্বব্যাপী চলাচল করবে বলে জানান তিনি।
বিএসসি সূত্র জানিয়েছে, প্রতিযোগিতামূলক দরে জাহাজ কেনার এই প্রক্রিয়া শুরু হয় গত জুনে। ৩ জুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এরপর কারিগরিভাবে দুটি প্রস্তাব গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। সে অনুযায়ী, আগস্টের তৃতীয় সপ্তাহে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে ৯৩৬ কোটি টাকায় জাহাজ দুটি কেনার প্রস্তাব অনুমোদিত হয়। চীনের শিপইয়ার্ডে প্রস্তুত হলেও জাহাজ দুটির সরবরাহকারী আমেরিকান প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। তারা ইতোমধ্যে একটি জাহাজ বিএসসিকে বুঝিয়ে দিয়েছে। অপর জাহাজটিও শীঘ্রই বুঝিয়ে দেবে।
প্রথম জাহাজের মতো দ্বিতীয়টিরও ধারণক্ষমতা ৬৩ হাজার ৫শ টন। ১৯৯.৯৯ মিটার লম্বা জাহাজটির ড্রাফট ১৩.৫ মিটার। জাহাজটি প্রস্থে ৩২.২৬ মিটার। এই জাহাজটি যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়াবে সাতটিতে। এর মধ্যে নতুন দুটি জাহাজ থেকে বছরে বাড়তি ২০০ কোটির বেশি টাকা আয় হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করে বিএসসির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, দুটি জাহাজে পালাক্রমে বছরে অন্তত ১৫০ জন নাবিকের কর্মসংস্থান হবে।












