বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ক্ষত না শুকানোর আগেই এবার একই প্রতিষ্ঠানের অয়েল ট্যাংকার ‘এমটি বাংলার সৌরভ’–এ আগুন লাগার খবর পাওয়া গেছে। বহির্নোঙরে অবস্থানরত জাহাজটি থেকে কোস্টগার্ড ৩৬ জন ক্রুকে উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চার্লি এঙ্করেজ নামক আউটারে তেলবাহী এই জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে করে সংকটের মুখে পড়েছে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। দেশে তেল লাইটারিং পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনা কোনো সাবোটাজ কিনা খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের (চট্টগ্রাম) ক্যাপ্টেন মো. জহিরুল হক। তিনি জানান, বহির্নোঙরে তেলের ট্যাংকার বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড ২০ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে এবং আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার অভিযানে কোস্টশিপ বিসিজিটি প্রমত্ত, মেটাল শার্ক ৩টি ও ৪টি টিমে বিভক্ত হয়ে কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারব। নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, সমুদ্রে খারাপ আবহাওয়া। আমাদের নৌ পুলিশ আউটারে যাওয়ার মতো সক্ষমতা নেই। তারপরও আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রাখছি। তথ্য সংগ্রহ করে পরবর্তীতে ব্যবস্থা নেব। তবে বন্দরের কন্ট্রোল রুম ও বিভিন্ন সূত্রের তথ্য নিশ্চিত করেছে, এ ঘটনায় কোস্টগার্ড ৩৬ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে। ৭ জন এখনো নিখোঁজ রয়েছে।