বিএসবিওএ দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

সরওয়ার হোসাইন চেয়ারম্যান নির্বাচিত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটস এসোসিয়েশনের (বিএসবিওএ) দ্বিবার্ষিক নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। নির্বাচনে বর্ণালী কর্পোরেশন লিমিটেডের মোহাম্মদ সরওয়ার হোসাইন ১৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতি প্রতিদ্বন্দ্বী ওশানএইড সার্ভিসেস লিমিটেডের এ এইচ এম মঞ্জুরুল আলম পেয়েছেন ১০ ভোট।

এছাড়া ১৭ ভোট পেয়ে প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিকন এন্টারপ্রাইজ লিমিটেডের আহমেদ আনোয়ার হাসান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসটিজ কর্পোরেশনের রফিকুল ইসলাম পেয়েছেন ৭ ভোট। অন্যদিকে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশনের জুবাইর হাসান চৌধুরী।

বিএসবিওএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কমোডর (অব.) সৈয়দ আরিফুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলে উপরোক্ত তথ্য নিশ্চিত হওয়া গেছে। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহন করা হয়। বিএসবিওএ’র ২০২৫২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ২৭ জন ভোটারের মধ্যে ২৪ জন ভোটার ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোটগণনা ও ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৯ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১১ জন প্রার্থী। এর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া ৯ জন প্রার্থী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ২৩ ভোট পেয়েছেন জ্যাক শিপিং এন্ড লজিস্টিকস লিমিটেডের আনোয়ার হোসাইন মজুমদার, এসোসিয়েটেড ট্রেডার্স এন্ড মেরিনার্স লিমিটেডের লাবিবুর রহমান

মালেক, গ্রেট বেঙ্গল এন্টারপ্রাইজ লিমিটেডের মেজবাহ উদ্দিন লাবলু এবং মেসার্স ইউনিয়ন ট্রেডার্সের এস এম মিল্লাত হোসাইন। ২২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন ইস্টিভেডর ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লাহ আল সগির এবং এনসেইনট ট্রেডার্স লিমিটেডের মোহাম্মদ আজিজুল হক। এছাড়া ২১ ভোট পেয়ে সি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মোহাম্মদ হরমুজ শাহ বেলাল, ২০ ভোট পেয়ে গ্রিন এন্টারপ্রাইজ লিমিটেডের মোহাম্মদ কামরুজ্জামান এবং ১৮ ভোট পেয়ে সি কোস্ট শিপিং এন্ড ট্রেডিং লিমিটেডের সাফায়েত হোসাইন নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী দুইজন প্রার্থীর মধ্যে কে এম এজেন্সির মোহাম্মদ মশিউল আলম ১২ ভোট এবং নাবাব খান এন্ড কোং এর মোহাম্মদ নাবাব খান পেয়েছেন ৯ ভোট। ১২ পদের নির্বাচিত এই কমিটি ২০২৫২০২৭ মেয়াদে সংগঠনের নেতৃত্ব দেবেন বলেও সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনায় হতাহতদের মাঝে বিআরটিএর ক্ষতিপূরণের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধমহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা ২৫ ডিসেম্বর