চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস এসোসিয়েশনের (বিএসবিওএ) নির্বাচন আগামী ২০ ডিসেম্বর। কিন্তু ক্ষমতার বিরোধকে কেন্দ্র করে সংগঠনের আগ্রাবাদ কার্যালয়ে প্রভাবশালী এবং সন্ত্রাসীদের মহড়ার পর অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ফলে নির্বাচনের আগের গুরুত্বপূর্ণ অনেক কাজ ঝুলে যাওয়াসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। তালা ঝুলিয়ে দেয়ায় সংগঠনটির কার্যক্রম বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা যায়, বিএসবিওএ নির্বাচনে ১২ পদে আগামী ২০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচনী শিডিউল ঘোষণা করে নির্বাচনী বোর্ড। শিডিউল অনুযায়ী ইতোমধ্যে ১২টি পদে ১৭টি মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ২টি, প্রথম ভাইস চেয়ারম্যান পদে ২টি এবং ভাইস চেয়ারম্যান পদে ১টি এবং পরিচালক পদে ১২টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।
নির্বাচন বোর্ড সূত্র জানিয়েছে, চেয়ারম্যানের ১টি পদে মনোনয়ন জমা দিয়েছেন দুজন। তারা হলেন বর্ণালী কর্পোরেশন লিমিটেডের মো. সরওয়ার হোসাইন ও ওশেনিয়া এইড সার্ভিসেস লিমিটেডের মঞ্জুরুল আলম মঞ্জু। প্রথম ভাইস চেয়ারম্যানের ১টি পদে মনোনয়ন জমা দিয়েছেন দুজন। তারা হলেন সিকন এন্টারপ্রাইজ লিমিটেডের আহমেদ আনোয়ার হাসান ও প্রেসটিজ কর্পোরেশনের রফিকুল ইসলাম মমিন। ভাইস চেয়ারম্যানের ১টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন। তিনি হলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশনের জুবাইর হাসান চৌধুরী। এছাড়া ৯ জন পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। তারা হলেন গ্রেট বেঙ্গল এন্টারপ্রাইজ লিমিটেডের মেজবাহ উদ্দিন লাবলু, জ্যাক শিপিং অ্যান্ড লাইটার্স লিমিটেডের আনোয়ার হোসাইন মজুমদার, এসোসিয়েটেড ট্রেডার্স অ্যান্ড মেরিনার্স লিমিটেডের লাবিবুর রহমান মালেক, গ্রিন এন্টারপ্রাইজ লিমিটেডের মোহাম্মদ কামরুজ্জামান, এনসেইনট ট্রেডার্স লিমিটেডের মোহাম্মদ আজিজুল হক, ইস্টিভেডর্স ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লাহ আল সগির, মেসার্স ইউনিয়ন ট্রেডার্সের এস এম মিল্লাত হোসাইন, নাবাদ খান অ্যান্ড কোং–এর নাবাদ খান, সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের সাফায়েত হোসাইন, সি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের হরমুজ শাহ বেলাল, এমএসএ সার্ভিসেস লিমিটেডের আল মুজিবুল বাসার এবং কেএম এজেন্সির মোহাম্মদ মশিউল আলম।
আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ভোটারদের সরাসরি ভোটে সংগঠনটির চেয়ারম্যান, প্রথম ভাইস চেয়ারম্যান, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান ও নয়জন পরিচালক নির্বাচিত হবেন। তারা ২০২৫–২০২৭ মেয়াদে সংগঠনের নেতৃত্ব দেবেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিএসবিওএর নির্বাহী কমিটির সভায় নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়। এতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে কমডোর (অব.) সৈয়দ আরিফুল ইসলামকে। নির্বাচন বোর্ডের দুই সদস্যের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম মুরাদ ও মৌ. মজিবুল হক মজিব।
নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২৫ সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী চেয়ারম্যান, প্রথম ভাইস চেয়ারম্যান, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান ও পরিচালক পদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ও সময় ছিল ১২ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় ১৬ নভেম্বর দুপুর ২টা। বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ হবে ১৮ নভেম্বর দুপুর ২টায়। নির্বাচন আপিল বোর্ডে আপিল দাখিলের শেষ তারিখ ও সময় (যদি থাকে) ২২ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তির (যদি থাকে) সময় ২৫ নভেম্বর। বৈধ মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ও সময় ৩০ নভেম্বর বিকাল ৩টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩০ নভেম্বর বিকেল ৪টায়। ভোটগ্রহণ ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত (বিরতিহীনভাবে)। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোটগণনা ও ফলাফল ঘোষণা।
ইতোমধ্যে নির্বাচন নিয়ে বিতণ্ডার মাঝে অফিসে দলবল নিয়ে চড়াও হয় একটি পক্ষ। অভিযোগ করা হয়েছে, নির্বাচনে একপক্ষ যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে সেজন্যই তারা অফিসে চড়াও হন। অফিসে ওঠার সিঁড়িতে চিহ্নিত সন্ত্রাসীদের এনে বসিয়ে রাখা হয়। একটি রাজনৈতিক দলের পরিচয়ে অফিসে হট্টগোল এবং মহড়া দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের সাথে পার্টনারশিপ করে দেদারসে ব্যবসা করা কয়েকজন এখন ভোল পাল্টে নতুনভাবে মাঠে নেমেছেন। তারাই এখন ক্ষমতা দখলে মরিয়া। অফিসে মহড়া এবং হট্টগোলের সময় ভাড়াটে সন্ত্রাসীদের এনে নৈরাজ্য সৃষ্টি করা হয়। তারা বলেন, তাণ্ডবের মুখে ভিত সন্ত্রস্ত কর্মকর্তা–কর্মচারীরা অফিস ছেড়ে চলে যেতে বাধ্য হন। পরে অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়। গত বুধবার থেকে আগ্রাবাদের কমার্স কলেজ রোডে অফিসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে।












