বিএসবিআরএর ৩৭তম বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৩১ পূর্বাহ্ণ

চিটাগং ক্লাবে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ) এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০২০, ২০১৯-২০২০ অর্থবছরের অডিট রিপোর্ট ও বার্ষিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া ২০২০-২০২১ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
সভায় এসোসিয়েশনের আর্থিক ব্যবস্থাপনা, নির্বাচন, বর্তমান কার্যনির্বাহী কমিটির কার্যক্রম এবং ভবিষ্যত কর্মকাণ্ড আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করে এসোসিয়েশনের সদস্যগণ বক্তব্য রাখেন। এসব বিষয়ে আলোচনা শেষে কয়েকটি কমিটি গঠন এবং কমিটিকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। আগামী দিনে সদস্যদের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসন এবং এসোসিয়েশনের উন্নতিকল্পে দৃঢ়চিত্তে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন প্রেসিডেন্ট মো. আবু তাহের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৯ মাদক সেবীসহ ১১ জন কারাগারে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২