বিএসবিআরএ’র বার্ষিক সাধারণ সভা

| বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ) এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা চিটাগাং ক্লাবে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- বিএসবিআরএ’র প্রেসিডেন্ট মো. আবু তাহের।

সিনিয়র সদস্য শওকত আলী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিংকু, কার্যনির্বাহী সদস্য লিয়াকত আলী চৌধুরী, মো. লোকমান, নাঈম শাহ ইমরান, মো. সেকান্দার হোসেন এবং এসোসিয়েশনের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় এসোসিয়েশনের বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ এবং ২০২১-২০২২ অর্থবছরের অডিট রিপোর্ট ও হিসাব বিবরণী অনুমোদন করা হয়। তাছাড়া ২০২২-২০২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

সভায় বিএসবিআরএ’র কার্যক্রমে আরও গতিশীলতা সৃষ্টি এবং এসোসিয়েশনের উন্নয়ন তরান্বিত করাসহ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের আগামী দিনে চ্যালেঞ্জসমূহ সকলের সার্বিক সহযোগিতায় মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভা