দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএসপি ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
গতকাল রবিবার সকাল ১০টায় বিএসপি দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া পার্টির চেয়ারম্যানের পক্ষে চট্টগ্রাম–২ ও ঢাকা–১৪ আসনের পার্টির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় বাংলাদেশ সুপ্রিম পার্টির জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে বিশেষ করে বিএসপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার কুমিল্লা–৩ ও ঢাকা–৮, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য মোঃ মনির হোসেন চাঁদপুর–২ আসন, সাবেক এএসপি আবুল কালাম আজাদ ঢাকা–৪, মোঃ ইব্রাহিম মিয়া লক্ষ্মীপুর সদর–৩, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন নারায়নগঞ্জ–৩ সোনারগাঁ, মাওলানা আহমদ রেজা ফারুকী পঞ্চগড়–২, জামাল খান মানিকগঞ্জ–২ সিংগাইর, হরিরামপুর আসন। গতকাল প্রায় বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ১৩২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এই কার্যক্রম কাল ২২ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। ফরমের ফি ধরা হয়েছে ৫০০০/- (পাঁচ হাজার টাকা)। প্রেস বিজ্ঞপ্তি।