বিএসটিআইয়ের নকল সনদে কারখানা পরিচালনা, ৫০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বিএসটিআইয়ের নকল সনদে কারখানা পরিচালনার দায়ে ‘দি ওয়েভ অব চিটাগং’ নামক এক কারখানার মালিককে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিএই কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও সীতাকুণ্ড থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কারখানাটি দীর্ঘদিন ধরে চলছিল। তবে কারখানা মালিক তা গোপন রেখে বিএসটিআইয়ের নকল সনদ ব্যবহার করে পিভিসি পাইপ তৈরি করছিলেন। অভিযানকালে নকল সনদ প্রদর্শন করার দায়ে কারখানা মালিককে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের লাইসেন্স নেওয়ার আগ পর্যন্ত কারখানা বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমামলায় টিকটকার মামুনের জামিন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর বিভিন্ন বাজারে লালচান্দা নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা