বিএসএমএমইউসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল

| শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার কাজের ধারাবাহিকতায় এবার পাল্টাল তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদলে হচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। আর সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম রাখা হয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তিন বিশ্ববিদ্যালয়ের নাম বদলের সিদ্ধান্ত হয়। খবর বিডিনিউজের।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাম পরিবর্তনের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংসাপেক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

পূর্ববর্তী নিবন্ধসমাজের অসহায়-দুস্থদের সাহায্যে এগিয়ে আসুন
পরবর্তী নিবন্ধএনআইডি পরিষেবা ইসির অধীনেই রাখার জোর দাবি