বিএসইসি চেয়ারম্যান হলেন ব্যাংকার রাশেদ মাকসুদ

| সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে কে আসছেন তা নিয়ে তিন দিন আলোচনা থাকার মধ্যে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ। অন্তর্র্বতীকালীন সরকার প্রথমে এ পদে অর্থনীতির গবেষণা নিয়ে কাজ করা মাসরুর রিয়াজকে বেছে নিলেও মত বদলে তিনি যোগ দিতে চাননি। এরপর নতুন প্রধান হিসেবে স্টান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকার রাশেদ মাকসুদকে বেছে নিল নতুন সরকার। খবর বিডিনিউজের। চার বছরের জন্য নিয়োগ পাওয়া দেশি বিভিন্ন ব্যাংক এবং সিটিব্যাংক এনএ এর মত বিদেশি ব্যাংকে কাজ করা অভিজ্ঞ এ ব্যাংকারের সামনে এখন দরপতন ও কারসাজিতে জেরবার পুঁজিবাজারের আস্থা ফেরানোকে মূল চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে। গতকাল রোববার বিকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক খাত সংস্কারে শিগগির কমিশন গঠন
পরবর্তী নিবন্ধএবার চাকরি গেল মিথিলা অপর্ণা, আসিব ও রঞ্জনের