বিএসআরএম স্টিল মিল পরিদর্শনে বিজিসি ট্রাস্ট ভার্সিটির শিক্ষার্থীরা

| মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থীরা পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের ব্যবস্থাপনায় শিক্ষক ফারহানা নাসরিন ও নওরীন আফরিনের তত্ত্বাবধানে মিরসরাইস্থ বিএসআরএম স্টিল মিল পরিদর্শন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন এবং বিএসআরএম গ্রুপের লিঁয়াজো অফিসার ইমরুল কায়েস ছাত্র-ছাত্রীদের স্টিল উৎপাদনের বিভিন্ন স্থরের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা ঘুরে দেখান এবং ছাত্র-ছাত্রীদের উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই প্লান্ট পরিদর্শনের অভিজ্ঞতা আগামী দিনে তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে শিক্ষার্থীরা মতামত ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমধ্যম আগ্রাবাদ আ.লীগ ‘গ’ ইউনিটের সম্মেলন
পরবর্তী নিবন্ধশেখ রাসেল আমাদের প্রেরণার উৎস