মীরসরাইয়ে চোরচক্রের হামলায় বিএসআরএম স্টিল মিলের ৭ সিকিউরিটি গার্ড গুরুতর আহত হয়েছে। গত রবিবার গভীর রাতে উপজেলার সোনাপাহাড় খিলমুরারী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি চোরচক্র কিছু মালামাল চুরির চেষ্টাকালে মিলের সিকিউরিটি গার্ড বাধা দেয়। এ সময় চোরচক্র দা ও ছুরি দিয়ে ৬ সিকিউরিটি গার্ডের ওপর হামলা চালায়। এতে সিকিউরিটি ইনচার্জ আলমগীর (৫০), সিকিউরিটি গার্ড নুরুল আলম ( ৩০), বদিয়ার রহমান (৪০), জসিম উদ্দিন (৫০), আরিফ হোসেন (৩০), আবু তাহের (৫০) ও লাবলী বেগম (২৫) গুরুতর আহত হয়। এক পর্যায়ে আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করে। তাদের মধ্যে আলমগীরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে আহত সিকিউরিটি ইনচার্জ আলমগীর বলেন, হামলাকারী চোরচক্রের সবাই পূর্ব পরিচিত। উক্ত চক্রের রিপন (২৬), শাহীন (২৫), মোহাম্মদ হক (৩৪)সহ ১৮ জনের নাম ঠিকানা উল্লেখ করে জোরারগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
জোরারগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, মূলত এরা চোর চক্র। এই চক্রের প্রায় সকলেই রাতে বাড়িতে থাকে না, তাই তাদের গোয়েন্দা নজরদারিতে দিনেই বিভিন্ন স্থান থেকে আটকের চেষ্টা চলছে।