বিএসআরএম স্টিলের ৪০% লভ্যাংশ ঘোষণা

| শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বিএসআরএম স্টীল্‌স লিমিটেডের ১৯ তম বার্ষিক সাধারণ সভা গত ২৩ ডিসেম্বর বিএসইসির গাইডলাইন অনুসারে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবরআলী উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির ২০২০-২১ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২১-২২ অর্থ বছরের জন্য কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসেন পরিচালকমন্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। শেয়ারহোল্ডারগণ তাঁদের নিজ নিজ বি.ও আইডি দিয়ে ওয়েব লিংকে প্রবেশ করে উক্ত বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন এবং কোম্পানির ৪০% নগদ লভ্যাংশ সহ সকল এজেন্ডা সমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। সভায় শেয়ারহোল্ডারগণ নিরীক্ষিত হিসাব বিবরণীসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করেন এবং কোম্পানি সচিব তাঁদের প্রশ্নের উত্তর প্রদান করেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমন্ডলী, কোম্পানী সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে পিঠা উৎসব ও নবীন বরণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সিপিপির স্বেচ্ছাসেবকদের মাঝে সরঞ্জাম বিতরণ