বিএসআরএম কারখানা পরিদর্শনে সিআইইউ শিক্ষার্থীর

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

বিএসআরএমের মীরসরাইয়ের কারখানা পরিদর্শন করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী। ‘মার্কেটিং ম্যানেজমেন্ট’ ও ‘ডিজিটাল মার্কেটিং’ কোর্সের অংশ হিসেবে বাস্তব জীবনের শিল্প কার্যক্রম ও বিপণন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা অর্জনের লক্ষ্যে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। পরিদর্শনকালে শিক্ষার্থীদের স্বাগত জানান প্রতিষ্ঠানটির প্ল্যান্ট অপারেশনস বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রামামূর্তি ভারাণী, এইচআর, আইআর ও কমপ্লায়েন্স বিভাগের ডেপুটি ম্যানেজার কাজী সাইফুর রহমান এবং কর্পোরেট অ্যানালিস্ট উসামা আহমেদ। এসময় তাঁরা বিএসআরএমের শিল্প কার্যক্রম, বিপণন প্রক্রিয়া ও চাকরির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সিআইইউর ব্যবসায় অনুষদের সহযোগী অধ্যাপক ড. রোবাকা শামসের এবং সহকারী অধ্যাপক সায়ীদ হাসানের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। কারখানা পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিএসআরএমের অত্যাধুনিক স্টিল উৎপাদন প্রক্রিয়া সরাসরি পরিদর্শন করেন এবং আধুনিক উৎপাদন ব্যবস্থাপনা ও অপারেশনাল এক্সিলেন্স সম্পর্কে বিশদ ধারণা লাভ করেন।

এই শিক্ষাসফর সিআইইউ বিজনেস স্কুলের ইন্ডাস্ট্রি এনগেজমেন্টকে প্রাধান্য দেওয়ার প্রতিফলন, যাতে শিক্ষার্থীরা ব্যবসা ও শিল্পক্ষেত্র সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা ও স্বচ্ছ ধারণা লাভ করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবায়তুশ শরফে আনজুমনে ইত্তেহাদের মিলাদুন্নবী (সা.)’র প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পরিষদের সম্মাননা পেলো ক্বণন