দেশের শীর্ষস্থানীয় ইস্পাতশিল্প প্রতিষ্ঠান বিএসআরএম এবং অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন সংঘ (ইউএস), জামালপুরের মধ্যে হিজড়া গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৭ অক্টোবর বিএসআরএম কর্পোরেট অফিসে উভয় পক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিএসআরএমের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলি, পরিচালক (অর্থ) জোহাইর তাহেরআলী, উপব্যাবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত, হাসান জাফর চৌধুরী, শেখর রঞ্জন কর এবং তরিখুল কবির। উন্নয়ন সংঘের পক্ষে ছিলেন নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা এবং মো. জাহাঙ্গির আলম। প্রেস বিজ্ঞপ্তি।












