বিএসআরএম -এর নতুন স্টিল প্ল্যান্ট উদ্বোধন

স্টিল উৎপাদনে এক নতুন মাইলফলক

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের জোরারগঞ্জে বিএসআরএম অত্যাধুনিক নতুন একটি কারখানা উদ্বোধন করেছে। সর্বাধুনিক প্রযুুক্তির এই কারখানাটি দেশের স্টিল উৎপাদন শিল্পের এক অনন্য মাইলফলক বলেও উল্লেখ করা হয়েছে।

কারখানার উদ্বোধন উপলক্ষ্যে গত ১ ফেব্রুয়ারি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ, জাইকার প্রধান ইচিগুচি তোমোহিদে, প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ এবং ড্যানিয়েলির এঙিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আন্দ্রেয়া দিয়াসপারো। বিএসআরএমএর পক্ষ থেকে বক্তব্য রাখেন চেয়ারম্যান আলীহুসাইন আকবরআলী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহুসাইন এবং আব্দুল কাদির জোহাইর। অনুষ্ঠানে বিএসআরএম এর অর্থ পরিচালক জোহের তাহের আলী, উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নতুন এই কারখানা পরিদর্শনের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা বিএসআরএমএর উন্নত প্রযুক্তি, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি প্রত্যক্ষ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত প্রযুক্তির এই কারখানাটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখবে, যা দেশের অবকাঠামো প্রকল্প এবং আবাসন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উচ্চমানের স্টিল সরবরাহ নিশ্চিত করবে। এই কারখানায় অত্যাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে উন্নত এয়ার পলিউশন কন্ট্রোল (এপিসি) সিস্টেম, যা বিশুদ্ধ বাতাস নিঃসরণ নিশ্চিত করবে। এছাড়াও পানির শতভাগ পুনর্ব্যবহার নিশ্চিত করতে রয়েছে ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং ফ্যাসিলিটিসহ সর্বাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি।

বিএসআরএমের নতুন এই কারখানা বছরে ৫ লাখ মেট্রিক টন রেবার, ১ লাখ মেট্রিক টন রড ও আড়াই লাখ মেট্রিক টন এঙপান্ড বিলিট উৎপাদন করবে।

বিএসআরএম এর নতুন এই সংযোজন দেশের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যের অবসান ঘটানোই ছিল একুশের চেতনা
পরবর্তী নিবন্ধওয়াসার ২,৭৯৭ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন