বিএসআরএম এর জন্য এইচএসবিসির সাসটেইনাবিলিটি লিঙ্কড লোন

জলবায়ু পরিবর্তন মোকাবেলা

| বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৬ পূর্বাহ্ণ

দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) দেশের দ্বিতীয় সাসটেইনাবিলিটি লিংক্‌ড লোন সম্পাদন করলো বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস্‌ লি: (বিএসআরএম) এর জন্য। প্রায় ২৫০ কোটি টাকার (২৯ মিলিয়ন মার্কিন ডলার) এই সাসটেইনেবল্‌ লোন দীর্ঘমেয়াদে বিএসআরএম-এর জ্বালানী শক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের সঙ্গে সংযুক্ত। নির্দিষ্ট কিছু পূর্বনির্ধারিত সূচক বা লক্ষ্যমাত্রা (এসপিটি) অর্জনের বিপরীতে এই সাসটেইনাবিলিটি লিংক্‌ড লোন, ঋণ গ্রহিতার সাসটেইনেব্‌ল্‌ উদ্যোগ সমূহকে তরান্বিত করবে বলে আশা করা হচ্ছে। উদাহরনসরূপ, ঋণ গ্রহিতা পূর্বনির্ধারিত সূচক বা লক্ষ্যমাত্রা (এসপিটি) অর্জনে সক্ষম হলে ঋণ-সূদের পরিমান চুক্তি মোতাবেক হ্রাস পাবে।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানটির ভার্চুয়াল সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আহমেদ আলী (নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম), আলীহোসাইন আকবরালী (চেয়ারম্যান বিএসআরএম), জনাথান ড্রিউ (ম্যানেজিং ডিরেক্টর ইনভারনমেন্টাল, সোস্যাল ও কর্পোরেট গভারনেন্স (ইএসজি) সল্যিউসন্স এইচএসবিসি), মো. মাহবুবউর রহমান (সিইও, এইচএসবিসি বাংলাদেশ), কেভিন গ্রীন (কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিং এইচএসবিসি বাংলাদেশ) ও অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা ও সুধিজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসর্তা খাল থেকে বালু উত্তোলন যন্ত্রপাতি ধ্বংস
পরবর্তী নিবন্ধআমাকেও প্রতিদ্বন্দ্বী ভাবার মতো বড় হোক ওরা : এস আই টুটুল