দেশের সর্ববৃহৎ ইস্পাত শিল্প গোষ্ঠী বিএসআরএমের প্রায় দেড় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে হেপাটাইটিস সচেতনতা সভা ও বিনামূল্যে হেপাটাইটিস রক্ত পরীক্ষা কর্মসূচি পালিত হয়। গতকাল মীরসরাইয়ে লিভার কেয়ার সোসাইটি এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে মূল বক্তা চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটি’র সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, সচেতনতার মাধ্যমে নীরব ঘাতক হেপাটাইটিস বি ও সি প্রতিরোধ করতে হবে। ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস মুক্ত বিশ্ব গড়তে হলে হেপাটাইটিস আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এটি প্রতিরোধে প্রাপ্তবয়স্কদের জন্য হেপাটাইটিস টিকা প্রদান সহজলভ্য করতে হবে। এ ব্যাপারে সরকারের পাশাপাশি সমাজের জনদরদী ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিরাপদ পানি ও খাবারের মাধ্যমে লিভার সুস্থ রাখা যায়।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বি এস আর এম ফাউন্ডেশনের চীফ মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ জুলফিকার, বিএসআরএম গ্রুপ অব কোম্পানীজ মীরসরাই জোনের স্টীলস রি রোলিংয়ের হেড অফ প্ল্যান্ট অপারেশন মি. রামামুর্তি ভারানি, এডমিন এন্ড ফ্যাসিলিটিকা বিভাগের ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা। সভায় আরও উপস্থিত ছিলেন লিভার কেয়ার সোসাইটির সদস্য মিজানুর রহমান, সীমান্ত চৌধুরী, রিপন চন্দ্র, এস.এম. মারুফ, ইমন দাস প্রমুখ।