বিএসআরএমের ঠিকাদারকে অপহরণ করে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৪:৫৪ পূর্বাহ্ণ

স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় শ্রমিক সরবরাহকারী এক ঠিকাদারকে অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তারকৃত তিনজন হলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম (৪২), মোহাম্মদ সালাহউদ্দিন (৪০) ও মোহাম্মদ কামরুদ্দিন (৩৭)

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার দুপুরে আকবর শাহ থানার সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকায় অবস্থিত বিএসআরএমের কারখানা থেকে চা খেতে বের হন ঠিকাদার পবিত্র চন্দ্র বর্মণ। ওই সময় আগে থেকে উৎপেতে থাকা আসামিরা তাকে গাড়িতে তুলে হালিশহর সাগরপাড়ে নিয়ে যায়। সেখানে একটি বাসায় আটকে রেখে তার কাছ থেকে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে ২ লাখ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া জোরপূর্বক খালি স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার তিনি আকবর শাহ থানায় এসে পুলিশকে ঘটনা জানান এবং একটি মামলা দায়ের করেন। পবিত্র চন্দ্র বর্মণ মামলার এজাহারে অভিযোগ করেছেন, আসামিরা তার কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বিএসআরএমে শ্রমিক সরবরাহের কাজ করতে পারবেন না বলে হুমকি দেন। তিনি রাজি না হলে তাকে অপহরণ করে টাকা আদায় করা হয়।

পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। আকবর শাহ থানা পুলিশ চাঁদাবাজির অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে স্বীকার করেন। আসামিদের রিমান্ডে আনারও আবেদন করা হয়েছে বলে পুলিশ জানায়।

পূর্ববর্তী নিবন্ধরুমায় সেনা অভিযানে নিহত দুই কেএনএফ সদস্যের পরিচয় শনাক্ত
পরবর্তী নিবন্ধআহলে বায়তের জীবন দর্শন বর্তমান প্রজন্মের জন্য রোল মডেল হওয়া উচিত