বিএসআরএম আয়োজনে ঢাকার আলোকী কনভেনশন সেন্টারে হয়ে গেল দুই দিন ব্যাপী স্থাপত্য বিষয়ক সম্মেলন। গত ৯ ও ১০ মে ‘আর্কিটেকচার : হয়্যা টু গো’ শিরোনামে এ সম্মেলন হয় বলে বিএসআরএম এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্মেলনের তিনটি পর্বে ছিল প্রদর্শনী, সেমিনার এবং সম্মাননা প্রদান। এতে অংশ নেন দেশের খ্যাতনামা অ্যাকাডেমিশিয়ান, পেশাজীবী স্থপতি ও উদ্ভাবনী তরুণ প্রজন্ম। সারা দেশ থেকে জমা পড়া ৫৪টি প্রকল্পে জলবায়ু সহনশীলতা, নগর পরিকল্পনা এবং অন্তর্ভুক্তিমূলক নকশার নতুন ধারণা তুলে ধরা হয়। খবর বিডিনিউজের।
দুই দিনব্যাপী এই সম্মেলন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ‘একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়’ দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আয়োজনটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে স্থাপত্য চিন্তার পরিবর্তনশীল ধারা নিয়ে আলোচনা এবং নির্মিত পরিবেশের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক সংলাপকে উৎসাহিত করেছে।’
সম্মেলন উদ্বোধন করেন ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি ও স্থপতি ড. আবু সাঈদ মোস্তাক আহমেদ। বিএসআরএম–এর ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন, উপ–ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের প্রখ্যাত স্থপতিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।