বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। গতকাল দুপুরে সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোর অত্যাধুনিক সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং নিরাপত্তা, সুরক্ষা ও কার্যক্ষমতার ক্ষেত্রে বিশ্বমান বজায় রাখার জন্য ডিপোর প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। তাদের এই সফর নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। ডিপো পরিদর্শনকালে নেদারল্যান্ডের প্রতিনিধির দলের মধ্যে ছিলেন, নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর থিজ ওয়াউডস্ট্রা, নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির বাংলাদেশ ও ভারতের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট কোচ নাদিয়া ভ্যান ডি ওয়েম এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক সিনিয়র উপদেষ্টা মননুজান খানম। এসময় প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও বিএম কন্টেনার ডিপো লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান ডিপোর কৌশলগত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসাডর থিজ ওয়াউডস্ট্রা বলেন, বিএম কন্টেইনার ডিপো লিমিটেড যে উচ্চমান বজায় রেখেছে, তা আমাদের মুগ্ধ করেছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও স্বয়ংক্রিয় কার্যক্রমের সংযোজন লজিস্টিকস ও বাণিজ্য সুবিধাকরণে একটি অগ্রগামী দৃষ্টিভঙ্গির পরিচায়ক।
বিএম কন্টেনার ডিপো লিমিটেডের ব্যবস্থাপনা পরিদর্শনের জন্য সফররত প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএম ডিপো কর্তৃপক্ষ জানায়, বিএম কন্টেনার ডিপো লিমিটেড বাংলাদেশের বাণিজ্য ও লজিস্টিকস খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের রপ্তানি পণ্যের একটি বড় অংশ পরিচালনা করছে। নেদারল্যান্ডস প্রতিনিধি দলের এই পরিদর্শন দুই দেশের মধ্যে টেকসই বাণিজ্য অনুশীলন ও লজিস্টিকস প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতাকে আরও জোরদার করবে। বিএম কন্টেনার ডিপো লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিশ্বমানের কন্টেনার হ্যান্ডলিং ও ডিপো কার্যক্রম বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিএম ডিপোর প্রতি নেদারল্যান্ডস প্রতিনিধি দলের স্বীকৃতি আমাদের আরও উদ্ভাবনী ও উৎকর্ষতা বৃদ্ধির অনুপ্রেরণা জোগাবে। এই সফর নেদারল্যান্ডস–বাংলাদেশ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।