বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) মিলনায়তনে ‘বিএফআরআইয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা’ প্রণয়নের লক্ষ্যে সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় বিএফআরআইয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি সমপ্রসারণ শীর্ষক ৬টি পরিধির আওতায় ২৪টি অগ্রাধিকার কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়।
অগ্রাধিকার কর্মপরিকল্পনার মধ্যে আছে ১. বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের অর্গানোগ্রামের খসড়া চূড়ান্তকরণ ২. বিএফআরআই পরিচালনার জন্য বিএফআরআই আইনের খসড়া চূড়ান্তকরণ ৩. জাতীয় বাঁশ, বেত ও মুর্তা নীতিমালার খসড়া চূড়ান্তকরণ ৪. বিএফআরআই ক্যাম্পাসে এবং এর গবেষণা স্টেশনসমূহে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) ফ্রি ঘোষণার উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করা ৫. বিএফআরআইয়ের ব্যাম্বোসেটাম লেআউট ম্যাপ তৈরি করা ৬. বিএফআরআই ক্যাম্পাসের বন্যপ্রাণী সংক্রান্ত ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা ৭. গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীর বা চর অঞ্চলে কঞ্চি–কলমের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন প্রজাতির বাঁশের এক হাজার চারা রোপণ ৮. উদ্ভাবিত প্রযুক্তি সম্প্রসারণে রোগ নিরাময়ে ঔষধি উদ্ভিদ বিষয়ে একটি মোবাইল অ্যাপস তৈরি করা। প্রেস বিজ্ঞপ্তি।








