বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ক্যাম্পিং উদ্বোধন

| বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ১১:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনব্যাপী ‘রেজিমেন্ট ক্যাম্পিং ২০২৪-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের রেলওয়ে নিরাপত্তা বাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে ওই রেজিমেন্ট ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন রেজিমেন্ট কমান্ডার ও ক্যাম্প অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ লোকমান হোসেন।

এবার চট্টগ্রাম অঞ্চলের ৫৪টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ২২২ জন সিনিয়র (পুরুষ) ক্যাডেট, ১৪৮ জন সিনিয়র (মহিলা) ক্যাডেট ও ১৪৬ জন জুনিয়র (পুরুষ) ক্যাডেটসহ মোট ৫১৬ জন ক্যাডেট স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

ক্যাম্পে ক্যাডেটরা পিটি, ড্রিল, ম্যাপ রিডিং, ফায়ারিং, এ্যাসল্ট কোর্স, ছদ্মবেশ ও গোপনীয়তাসহ অন্যান্য সামরিক বিষয়াবলীর উপর প্রশিক্ষণ গ্রহণ করবে।

এ সময় কর্ণফুলী ব্যাটালিয়ন এডজুটেন্ট ও ক্যাম্প উপ-অধিনায়ক মেজর মো. রফিকুল হাসান রাফি, রেজিমেন্ট এডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ হায়াত আবেদীন, ১৪ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার মেজর কলিম উল্লাহ, ১৩ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার মেজর কাজী নাজমুল হুদা, ১৫ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোহাম্মদ শহীদ উদ্দিন, লেফটেন্যান্ট জহুরুল হক, লেফটেন্যান্ট মোন্তফা কামাল, ক্যাম্প এডজুটেন্ট ২/লে. মো. আবু তালেব, ক্যাম্প প্রশিক্ষক অফিসার ২/লে. মো. সিরাজুল ইসলামসহ বিএনসিসিও, পিইউও, টিইউও এবং সামরিক ও অসামরিক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার