বিএনপি ১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও জনগণের জন্য কাজ করে গেছে

মাঝিরঘাট ইউনিট বিএনপির সভায় নাজিমুর রহমান

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ (মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর ২৯নং ওয়ার্ডের মাঝিরঘাট ইউনিট বিএনপির উদ্যোগে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ মোহাম্মদ রবিউল হোসেন। সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা এডভোকেট মাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য জয়নাল আবেদিন জিয়া, নুর উদ্দিন হোসেন নুরু, প্রধান বক্তা চিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি হাজী সালাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওমর ফারুক রুবেল, বিএনপি নেতা ইব্রাহিম মন্নান মিনু, ২৯নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুসা বাবলু, ২৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, বিএনপি নেতা মাহবুবুল আলী, বিএনপি নেতা ইলিয়াস রাশেদ, মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জহির, মোঃ ভুট্টো, যুবদল নেতা তৈয়ব আলী, মোহাম্মদ ইকবালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যের নগর বিএনপি নেতা নাজিমুর রহমান বলেন, বিএনপি ১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও জনগণের পাশে থেকে কাজ করে গেছে। আগামীতেও জনগণের পাশে থাকবে বিএনপি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযৌথবাহিনীর অভিযানে এক সপ্তাহে ২৮০ জন গ্রেপ্তার : আইএসপিআর
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ