কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সর্মথনে এক বিশাল পথ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং রাস্তার মাথায় অনুষ্ঠিতত্ব হয়। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছৈয়দ নুর সওদাগর।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, তিনি নির্বাচিত হলে বালুখালীতে একটি স্থলবন্দর স্থাপন করা হবে, যাতে এলাকার মানুষ বৈধভাবে ব্যবসা করে সরকারের কাছে কর প্রদান করতে পারে। তিনি বলেন, “আমি অবৈধ ব্যবসার পক্ষে নয়, বৈধ ব্যবসার পক্ষে।”
তিনি আরও বলেন, উখিয়া কলেজকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে, যাতে এলাকার ছেলে-মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জনকল্যাণে ভূমিকা রাখতে পারে।একাত্তরের প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, “আমরা একাত্তরে অটল। বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি ও গণমানুষের দল। ইনশাআল্লাহ, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আপনাদের নানামুখী সমস্যা নিরসন করা হবে।”
পথসভায় বক্তব্য দেন উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা বাদশা মিয়া চৌধুরী,উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী,এড:ছমি উদ্দিন,উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইদুল সিকদার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ান রহমান।












