বিএনপি সব সময় সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে

শীতবস্ত্র বিতরণকালে বক্কর

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, সমাজের বিত্তশালীসহ সকল সামর্থ্যবানের উচিত গরিব ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানুষের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য বিএনপির পক্ষ থেকে সারা দেশে কম্বল ও শীতের জামাকাপড় বিতরণ করা হচ্ছে।

তিনি গতকাল শনিবার বিকেলে নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বক্কর বলেন, তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। এতে দরিদ্র জনগোষ্ঠি চরম কষ্টে দিনাতিপাত করছে। দরিদ্র অসহায় মানুষেরাও দেশ এবং সমাজের অংশ। তারা দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। তাই এই শীতে মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিএনপি সব সময় এদেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। আজকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে এসেছি।

১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নবাব খাঁনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আসু, সাবেক সহছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, বিএনপি নেতা এস এম সেলিম, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ রেজিয়া বেগম মুন্নি, ইদ্রিস আলম, আবু বক্কর সিদ্দিক, নুর আলম কালু, দুলাল সওদাগর, জসিম উদ্দিন, মো. সেকান্দর, মঈনউদ্দিন খান রাজিব, দেলোয়ার হোসেন, মো. জসিম, সানাউল কাদের চৌধুরী সানি ও আব্দুল কাইয়ুম জয়।

পূর্ববর্তী নিবন্ধষড়যন্ত্র মোবাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধসব ধরনের রচনায় নাসের রহমানের অনায়াস দক্ষতা প্রশংসনীয়