মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বিএনপি সবসময় ধর্মীয় সমপ্রীতিতে বিশ্বাসী। আমরা চাই সকল ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করুক। তিনি গতকাল শনিবার জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সমপ্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপুর
সভাপতিত্বে ও কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান,
ইয়াছিন চৌধুরী লিটন, টেরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, মহানগর মহিলা দলের
সভাপতি মনোয়ারা বেগম মনি। বক্তব্য রাখেন অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, রাজীব ধর তমাল, সুজন দাশ, বাবলু কুমার নাথ, কবির হোসেন, অসিম বণিক, রিপন দেব, রাসেল চৌধুরী, সাজু দাশ, সুকান্ত মজুমদার, মোহন সেনগুপ্ত, প্রাইম ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।