বিএনপি শিক্ষার আলোক ছড়িয়ে দিতে চায়

প্রস্তুতি সভায় এরশাদ উল্লাহ

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ২০২৫ সালের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে গতকাল শনিবার নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির শিক্ষা ব্যবস্থার সংস্কার অংশকে সামনে রেখে বিএনপি শিক্ষার আলোক ছড়িয়ে দিতে চায়। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের অনুপ্রাণিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করাই এই সংবর্ধনার মূল লক্ষ্য। সভায় সভাপতিত্ব করেন সংবর্ধনা উপকমিটির আহ্বায়ক ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বক্তব্য দেন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সংবর্ধনা উপকমিটির সদস্য ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মঞ্জুরুল আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, মঞ্জুর রহমান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমদিনা ইসলামি মিশন বাংলাদেশের অভিষেক
পরবর্তী নিবন্ধবিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১ হাজার ৩৫০ জন রোগী