বিএনপি রাজনীতিকে আবাসিকে রূপ দিয়েছে : কাদের

| শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনীতিকে জনগণের দ্বারপ্রান্ত থেকে তুলে এনে আবাসিকে রূপ দিয়েছে। আওয়ামী লীগের কর্মীরা যখন অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে, বিএনপি তখন দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিচ্ছে। আর করে যাচ্ছে কাল্পনিক অভিযোগ।
গতকাল শুক্রবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, যখন যে ইস্যু সামনে আসে তা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করে। পরাশ্রয়ী আন্দোলন এবং গোপন ষড়যন্ত্র করে ক্ষমতায় আরোহণের দিন শেষ হয়ে গেছে। খবর বিডিনিউজের।
দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপপ্রয়াস রুখে দেওয়ার অঙ্গীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না। এদেশের মুসলমানরা কোনো অপশক্তি বা ধর্মব্যবসায়ীদের কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি।
উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন প্লাটফর্ম ডি-৮ এর আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ ও জনগণের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ অর্জন শেখ হাসিনার নেতৃত্বের স্বীকৃতি। এ অর্জন দেশের মানুষের অর্জন এবং শেখ হাসিনার সাফল্যের মুকুটে আরও একটি সোনালি পালক যুক্ত হলো।

পূর্ববর্তী নিবন্ধবাসায় চিকিৎসা নিচ্ছেন বেশিরভাগ রোগী
পরবর্তী নিবন্ধঅটোরিকশার ধাক্কায় আহত শিশুর মৃত্যু