বিএনপি ফাউল করছে, লাল কার্ড দেখবে : কাদের

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

বিএনপি ‘বেশি লাফালাফি, বেশি ফাউল করছে’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণ তাদের লাল কার্ড দেখাবে। গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রায় আট বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। খবর বিডিনিউজের।

উদ্বোধনী বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে; খেলা হবে আন্দোলনে-নির্বাচনে; খেলা হবে দুশাসনের বিরুদ্ধে। আগামী ডিসেম্বর শেখ হাসিনার ডাকে খেলা হবে। ঢাকা সিটিতে বিএনপি নাকি আমাদের লাল কার্ড দেখাবে। জনতাই বিএনপিকে লাল কার্ড দেখাবে। খেলায় বেশি ফাউল করলে লাল কার্ড দেখায়। বিএনপি বেশি লাফালাফি, বেশি-ফাউল করছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখাবে। বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, সুইস ব্যাংক ভর্তি করেছে… অর্থপাচারকারী তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে। আমেরিকা থেকে এফবিআই আদালতে সাক্ষ্য দিয়ে গেছে, তারেক রহমান অর্থপাচারকারী। ধরা খেয়েছে সিঙ্গাপুর ও আমেরিকায়। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে জিয়াউর রহমান পঞ্চম সংশোধনী করেছিলেন স্মরণ করিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি ১৫ আগস্টের মাস্টারমাইন্ড; আর ২১ অগাস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের ৫০ বছর পিছিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজকে আমরা উন্নত দেশে পরিণত হতাম।

পূর্ববর্তী নিবন্ধএবার আমরা ঘুরে দাঁড়িয়েছি, মানুষ ঘুরে দাঁড়িয়েছে
পরবর্তী নিবন্ধবিমানের সিটের নিচে মিলল ৫৬ স্বর্ণের বার