বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাস বিরোধী আইনের পৃথক দুই মামলায় বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম তার জামিন মঞ্জুর করেন। এর আগে শাকিলা ফারজানা আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন চেয়ে আবেদন করেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর গত শনিবার দেশে ফেরেন শাকিলা ফারজানা। আদালতের বেঞ্চ সহকারী বরাত চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২০ মার্চ বাশঁখালী ও ৩ এপ্রিল হাটহাজারী থানার মামলায় ৬১ জনের বিরুদ্ধে আদালতে চার্জ দাখিল করে র্যাব। এর মধ্যে হাটহাজারী থানার মামলায় আসামি করা হয় ৩৩ জনকে এবং বাঁশখালী থানার মামলায় আসামি করা হয় ২৮ জনকে। দুই মামলায় বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে আসামি করা হয়। ২০১৫ সালের ১৮ আগস্ট হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকার ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালত সূত্র আরো জানায়, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীর মাদ্রাসাতুল আবু বকর (র.) –এ অভিযান চালিয়ে হামজা ব্রিগেডের ১২ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব–৭ এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা করেন। দুইদিন পর ২২ ফেব্রুয়ারি বাশঁখালীর লটমণি পাহাড়ে অভিযান চালিয়ে হামজা ব্রিগেডের আরো ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায়ও র্যাব–৭ এর সহকারী পরিচালক এম জি রব্বানী বাদী হয়ে বাঁশখালী থানায় একটি মামলা করেন।