বিএনপি নেতা হাবিবের পাঁচ মাসের কারাদণ্ড

বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:২৯ পূর্বাহ্ণ

বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার বেঞ্চ এ সাজা দেয়। খবর বিডিনিউজের।

এর আগে মঙ্গলবার ভোরে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করা হয়। দুপুরে শেরে বাংলা নগর থানা পুলিশ তাকে হাই কোর্টে হাজির করে। পরে আদালতের এজলাসে দাঁড়িয়ে হাবিব বিচারপতিকে নিয়ে যে মন্তব্য করেছেন তা স্বীকার করেন।

অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় হাবিবকে চার বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। হাই কোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে গত ১৫ অক্টোবর হাবিবুর রহমান হাবিবকে তলব করে হাই কোর্ট; ৬ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

হাই কোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে মন্তব্য করেছিলেন হাবিব, তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক থাকার সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন আখতারুজ্জামান। ২০১৯ সালে তিনি হাই কোর্টে নিয়োগ পান। ওই মন্তব্যের জন্য বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ হাবিবকে ৬ নভেম্বর হাই কোর্ট হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিল। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় ৮ নভেম্বরের মধ্যে তার বর্তমান অবস্থান জানতে চায় হাই কোর্ট। পরে অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে আদালতকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী হাবিবকে তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা বলেছেন, হাবিবের খবর তারাও জানেন না। ওই অবস্থায় গত ৮ নভেম্বর হাই কোর্ট বেঞ্চ হাবিবকে ধরে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয়। ৮ নভেম্বরও আদালতের তলবে হাজির না হওয়ায় হাবিবকে ধরে হাই কোর্টে হাজিরের নির্দেশ দেওয়া হয়। ৭ ডিসেম্বরের মধ্যে তাকে হাজির করতে পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয় কোর্ট। এ অবস্থায় মঙ্গলবার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। আদালতে বিএনপি নেতা আইনজীবী এ এম মাহাবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজলসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যশূকরের আক্রমণে নারীসহ আহত ৬
পরবর্তী নিবন্ধঘরের সবাই হাসপাতালে, আলমারি ভেঙে স্বর্ণ ও দলিল নিয়ে গেল চোর